• Breaking News

    Friday, February 10, 2017

    মধ্যবয়স এবং যৌনতা

    মধ্যবয়স এবং যৌনতা




    নারী এবং পুরুষের জীবনে মধ্য বয়স সবচেয়ে গুরুত্বপূর্ণ সময়। ৩০ থেকে ৬০ বছর সয়স পর্যন্ত সময়কে মধ্য বয়স বলা হয়। মধ্য বয়সে শারীরিক এবং মানসিক নানা পরিবর্তন দেখা দেয় না। তবে যৌনতার ব্যাপারে তেমন উল্লেখযোগ্য কোনো শারীরিক পরিবর্তন দেখা দেয় না। তবে মধ্য বয়সে নানা কারণে যেমন ডায়াবেটিস, হাইপারটেনশন, ইনফ্রাকশন স্ট্রোক, এলকোহলিজম,ডিপ্রেশন, পুরুষত্বহীনতা ইত্যাদি সমস্যা দেখা দিয়ে থাকে। মধ্য বয়সে যৌনতার ব্যাপারে আগ্রহ সব নারী পুরুষের একই রকম থাকে না। কোনো কোনো পুরুষ পারিবারিক বা সাংসারিক নানা চাপের কারণে যৌন জীবনের আনন্দ থেকে নিজেকে গুটিয়ে নেয়। পান্তরে নারীর বেলাতেও সন্তান লালান পালনের তাগিদে যৌনতার দিকে ফিরে তাকানোর সময় থাকে না। কিন্তু তথাপি অনেক মধ্য বয়সী দম্পতি যৌন জীবন উপভোগ করতে চান। কারণ মধ্য বয়সের পর পরই যৌনতার ব্যাপারে চিরস্থায়ী অনাগ্রহের সৃষ্টি হয়ে থাকে । নারীর জন্য মনোপজ এবং পুরুষের জন্য পুরুষত্বহীনতা মধ্য বয়সের পরে যৌনতার ছেদ সৃষ্টি করে।
    সূত্রঃ প্রফেসর ডাঃ মোহাম্মদ ফিরোজ

    No comments:

    Post a Comment