ত্বকের বলিরেখা দূর করার রেগুলার প্যাক

প্রথমে নিচের উপাদানগুলো জোগার করুন:
• ৪টি বড় এলাচ
• ৫/৬ টুকরা ছোট আকারের দারুচিনি
• ১০/১২টি কিসমিস
• ১০টি চিনা বাদাম
• ৫/৬ টুকরা ছোট আকারের দারুচিনি
• ১০/১২টি কিসমিস
• ১০টি চিনা বাদাম
*উপরোক্ত উপাদানগুলো একসাথে আধাকাপ পানির মধ্যে সারা রাত ভিজিয়ে রাখুন।
*তারপর সেগুলো মিহি করে বেটে একটি কৌটায় ভরে ভাল করে মুখ এটে ফ্রিজে রেখে দিন। প্রথম ব্যবহারের আগে ১২ ঘন্টা অপেক্ষা করতে হবে।
*এরপর প্রতিদিন সকালে বা সন্ধ্যায় পরিমান মতো মিশ্রণ বের করে নিন। (ফ্রিজে এই মিশ্রণটি সাতদিন পর্যন্ত ভাল থাকবে)
*তারপর এর মধ্যে সমপরিমান টকদই, মধু ও গুড়া চিনি মিশিয়ে প্যাকের মতো মুখে, গলায় ও ঘাড়ে লাগান।
*২০ মিনিট এই অবস্থায় থাকুন।
*তারপর পরিষ্কার পানি দিয়ে ধুয়ে ফেলুন।
সপ্তাহে তিনদিন হিসাবে ব্যবহার করলে চার সপ্তাহ পরই উপকার পেতে শুরু করবেন। নিয়মিত ব্যবহারে ত্বকের বলিরেখা দূর হয়ে উজ্জ্বলতা বৃদ্ধি পাবে।
No comments:
Post a Comment