মেছতা সমস্যা-Bangla Health Tips

মেছতার কারণটি এখনো অজানা। তবে ধারণা করা হয়, যাঁরা রোদে বেশি কাজ করেন বা রান্নাঘরে গরম আঁচে কাজ করেন, তাঁদের এই সমস্যা বেশি হয়। গর্ভবতী নারীদের হরমোনের মাত্রার ওঠানামা, জন্মনিয়ন্ত্রণ বড়ি বা পারিবারিক ইতিহাস এর জন্য দায়ী হতে পারে।
মেছতার চিকিৎসা বেশ জটিল। তবে প্রাথমিক অবস্থায় চিকিৎসা শুরু হলে সুফল বেশি পাওয়া যাবে। রোদে বের হলে অবশ্যই সানব্লক ব্যবহার করা উচিত। এ ছাড়া ২% হাইড্রোকুইনোন ত্বকে দুই বেলা লাগালে উপকার হতে পারে। ট্রেটিনয়েন, গ্লাইকোলিক অ্যাসিড, কোজিক অ্যাসিড ইত্যাদিও ব্যবহূত হয়। তবে মেছতা বারবার হয়। তাই কারণগুলো দূর করার বিষয়ে বেশি জোর দিতে হবে। লেজার চিকিৎসায় খুব একটা ভালো ফল হয় না, বরং দাগ বেড়ে যেতে পারে।
ডা. মো. মনিরুজ্জামান খান
চর্ম বিভাগ, বারডেম হাসপাতাল
সূত্র: দৈনিক প্রথম আলো, সেপ্টেম্বর ২২, ২০১৩
চর্ম বিভাগ, বারডেম হাসপাতাল
সূত্র: দৈনিক প্রথম আলো, সেপ্টেম্বর ২২, ২০১৩
No comments:
Post a Comment