• Breaking News

    Friday, February 10, 2017

    উচ্চ রক্তচাপ

    উচ্চ রক্তচাপ এবং যৌনতা




    উচ্চ রক্তচাপ নারী,পুরুষ উভয়েরই যৌনতার উপর বিশেষ প্রভাব ফেলে। যৌনমিলন চলাকালীন সময়ে মানব দেহের রক্তের চাপ এমনিতেই বেড়ে যায়। যদি নারী বা পুরুষ করো উচ্চ রক্তচাপ গিয়ে দাঁড়ায় ১৭৫ থেকে ২০০ এম.এম.এ। পুরুষের যৌন জিবনের উপর রক্তচাপের ব্যাপক প্রভাব রয়েছে। হাইপারটেনশন যৌনতার প্রাথমিক এবং দ্বিতীয় স্তরের সমস্যার সৃষ্টি করতে পারে। আবার দেখা যায় যে বিভিন্ন সময়ে নারী এবং পুরুষ উচ্চ রক্তচাপের নিয়ন্ত্রণের জন্য বিভিন্ন প্রকার ওষুধ গ্রহন করে থাকেন। যার পার্শ্বপ্রতিক্রিয়া হিসেবে যৌনতা সংক্রান্ত সমস্যা দেখা দিতে পারে। আমার আগেই জেনেছি ডায়াবেটিস পুরুষত্বহীনতার সৃষ্টি করে। আমাদের এও জানা উচিত রক্তচাপও পুরুষত্বহীনতা এবং নারীর যৌন শীতলতা সৃষ্টি করতে পারে। যৌনতার ক্ষেত্রে এন্টিহাইপারটেনাসভ ওষুধ এবং এর প্রবাবগুলো হলো।
    যৌনতার ইচ্ছা কমে যাওয়া।
    দীর্ঘস্থায়ী পুরুষত্বহীনতা।
    সময়ের আগেই মনোপজ।
    তলপেটের স্থায়ী ব্যথা।
    পুরুষের লিঙ্গে উত্থানজনিত সমস্যা।
    নারীর যৌন উদ্দীপনা সংক্রান্ত সমস্যা।
    সূত্রঃ প্রফেসর ডাঃ মোহাম্মদ ফিরোজ

    No comments:

    Post a Comment