• Breaking News

    Friday, February 10, 2017

    হাত দুটিকে করে তুলুন শিশুদের ত্বকের মত কোমল

    হাত দুটিকে করে তুলুন শিশুদের ত্বকের মত কোমল



    সুন্দর আর নরম-কোমল হাতের বাসনা মনে লালন করেন প্রত্যেক নারী। কিন্তু চাইলেই কি আর হয়? দৈনিক সমস্ত কাজ তো এই হাত দিয়েই করা হয়। আর বাসন মাজা থেকে শুরু করে খাওয়া, প্রতিটি কাজেই নষ্ট হয়ে যেতে থাকে আপনার সুন্দর হাতগুলো।

    সেইসাথে বয়সের একটা ছাপ তো আছেই। আজীবন নরম ও কোমল রাখতে চান হাত? প্রতিদিন করুন মাত্র ১ মিনিটের এই কাজটি। আপনার সুন্দর হাত দুটি থাকবে আজীবন শিশুদের মতই কোমল।

    যা লাগবে

    অলিভ অয়েল (নারিকেল তেলেও হবে)
    চিনি

    যা করবেন

    • সমান সমান পরিমাণ অলিভ অয়েল ও চিনি মিশিয়ে নিন।
    • এই মিশ্রণটি হাতে ম্যাসাজ করুন ১ মিনিট যাবত।
    • তারপর হালকা কুসুম গরম পানি দিয়ে হাত ধুয়ে নিন।
    • হাত ধুয়ে মুছে সামান্য মাখন ম্যাসাজ করে লাগিয়ে নিন। আপনি চাইলে যে কোন লোশন লাগাতে পারেন, তবে মাখনটাই সেরা কাজ দেবে। আপনি চাইলে সমান সমান পরিমাণ পানি ও গ্লিসারিব মিশিয়েও লাগাতে পারেন।
    এই কাজটি রোজ রাতে করতে পারলে সবচাইতে ভালো। এছাড়াও দিনের যে কোন সময় করতে পারেন। যাদের হাত কালো, তাঁরা একটু লেবুর রসও মিশিয়ে নেবেন। হাত হয়ে উঠবে দাগছোপ মুক্ত।




    No comments:

    Post a Comment