• Breaking News

    Monday, February 13, 2017

    হানিমুন সিস্টিসিস



    কোনো কোনো নারীর বিয়ের পর কিছুদিন এই সমস্যা দেখা দেয়। নারী এ সময়ে পুরুষের লিঙ্গের আঘাতজনিত কারণে যোনিতে ব্যথা অনুভব করে। এটি হলো হানিমুন সিস্টিসিস। তরুণ তরুণীর ক্ষেত্রে ও যারা প্রথম প্রথম যৌনমিলনে অংশ নেয় তাদেরও এই সমস্যা হতে পারে। এই ব্যাপারে কয়েকটি পরামর্শ হলো-
    নারীর যোনিতে ব্যথা হলে যৌনমিলনে জোর না করা।
    যদি দেখা যায় যে নারীর ঘন ঘন মূত্র ত্যাগ হচ্ছে এবং এই জাতীয় সমস্যা চলতে থাকে তবে গাইনোকলজিস্টের পরামর্শ নিতে হবে।
    নারীর উচিত প্রচুর পানি পান করা ।
    যৌনমিলনের আগে এবং পরে মূত্র ত্যাগ ।
    যৌনমিলনের সময় অতিরিক্ত চাপ না দেয়া ।
    সূত্রঃ প্রফেসর ডাঃ মোহাম্মদ ফিরোজ

    No comments:

    Post a Comment