• Breaking News

    Friday, February 10, 2017

    এইডস কি?

    এইডস কি? বাঁচতে হলে জানতে হবে -Bangla Health Tips



    এইডস মানে হচ্ছে একোয়ার্ড ইম্মিউন ডিফিসিয়েন্সি সিনড্রোম, যার অর্থ দেহের রোগ প্রতিরোধ ব্যবস্থায় বিচ্যুতি হওয়া। আপনার এইডস হতে পারে, যদি আপনি এইচআইভি ভাইরাস দ্বারা আক্রান্ত হয়ে থাকেন।
    একজন ব্যক্তি এই ভাইরাস দ্বারা আক্রান্ত হতে পারেন, যখন- অবাধ ও অনিরাপদ যৌন মিলন করেন, অথবা HIV আক্রান্ত ব্যক্তির রক্ত অন্য কারো শরীরে সঞ্চালন করেন, অথবা একই সময়ে একই সিরিঞ্জ দ্বারা অনেকের শরীরে ইনজেকসন দেন।
    এমনকি আক্রান্ত মা- থেকেও গর্ভাবস্থায়, বা জন্মের সময়, বা দুগ্ধ পানের সময় শিশুও আক্রান্ত হতে পারে। কারণ এই ভাইরাসটি রক্ত, শুক্রাণু, স্ত্রী যোনি থেকে ক্ষরিত রস, ভ্রূনাবস্থায় এবং বুকের দুধের মাধ্যমে অন্য দেহে ছড়িয়ে পড়ে। আপনি কোনোভাবেই চুম্বন বা হ্যান্ড শেকের কারণে এইডসে আক্রান্ত হবেন না।

    No comments:

    Post a Comment